এ বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বরবাদ’। শাকিব খানের সেই সিনেমা দিয়েই আলোচনায় আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সেসব নিয়ে খোলাখুলি মুখ না খুললেও এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুটিং শুরু করেছেন। নতুন এ সিনেমার নাম ‘বিদায়’। শোনা যাচ্ছিল, পরবর্তী সিনেমাও শাকিব খানকে নিয়েই করতে যাচ্ছেন মেহেদী হাসান। পরে আবার শোনা যায়, শাকিব নন, সিয়াম আহমেদ হবেন পরবর্তী সিনেমার নায়ক। এখন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, ‘আমাদের ‘বরবাদ’- পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমার কাজ করছি।’ সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে...