অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও আবার লন্ডন আবার সেখান থেকে অন্য আরেক দেশ, ঘুরে বেড়ান নিজের খুশিমত। তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে। বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে। সেসব ছবিও নিয়মিত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন। ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে। এদিকে নতুন খবর হলো- অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি।...