বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ বিষয়ে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে শাহাদত বরণকারী আবু সাঈদ-মুগ্ধসহ সকল শহীদের হত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। এ জন্য দেশের সকল শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয় রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন। এর আগে দিনব্যাপী আয়োজিত পৃথক রুকন সম্মেলনেও তিনি বক্তব্য রাখেন। কেন্দ্রীয় আমীর নির্বাচনের লক্ষ্যে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর...