শেষ বলের পর মিরপুরের আকাশে নেমে এলো এক নিঃশব্দ হতাশা। ১ রানের ব্যবধানে হার, জয় হাতছাড়া। অথচ ম্যাচটা ছিল একেবারে মুঠোয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে সিরিজে সমতা—এর পরেও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শান্তভাবে মেনে নিলেন ভাগ্যের নির্মম পরিহাস, আবার সামনে তাকালেন আশাবাদ নিয়েই।ম্যাচ শেষে ব্রডকাস্টে দেওয়া মিরাজের সাক্ষাৎকারে ঝরে পড়ল গর্ব, হতাশা আর আত্মবিশ্বাসের মিশেল।‘সুপার ওভারটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। ছেলেরা দারুণ খেলেছে, সবাই লড়েছে শেষ পর্যন্ত। মুস্তাফিজ অসাধারণ বল করেছে (সুপার ওভারে), ওর ওপর আমাদের সম্পূর্ণ আস্থা ছিল। সামান্য ব্যবধানেই হারলাম, কিন্তু আমরা মাথা উঁচু করে মাঠ ছাড়ছি।’অধিনায়ক বিশেষভাবে প্রশংসা করেছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। ‘এই পিচে ব্যাট করা সহজ ছিল না। বল অনেক ধীরে আসছিল, তাই রান তোলা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু রিশাদ যেভাবে ব্যাট...