সুপার ওভারে ফ্রি হিট পেয়েও ছক্কা মারতে পারেননি সৌম্য সরকার। অনেকের মতে ম্যাচে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ওখানেই। শুরুতেই ওয়াইড এবং নো বলে বাড়তি রান আসার পরও ফ্রি হিটে ছক্কা মারতে না পারা, এমনকি মূল ম্যাচেও ফ্রি হিট কাজে লাগাতে না পারার ব্যর্থতার পেছনে নিজের দায়ই বেশি দেখেন সৌম্য। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সৌম্য বলেছেন, 'দেখেন হ্যা এটা ঠিক আজকে তিনটা ফ্রি হিট আমি কাজে লাগাতে পারি নাই, অতীতেও অনেক ফ্রি হিট আমি কাজে লাগাতে পারি নাই। ওরকম কোন কিছু ছিল না, আমি সুপার ওভারে যে বলগুলা খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি হিট ছিল। আমার টার্গেট ছিল ছয় মারা বা বাউন্ডারি মারা। হ্যা আমি এটা পারি নাই, হয়তোবা এখানে আমার কোন ঘাটতি ছিল।' দুই ম্যাচেই বাংলাদেশের রিশাদ হোসেন সবচেয়ে...