কাবাডির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি বরাবরই বলে আসছি—বৈশ্বিক কাবাডি দ্রুত এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মেলাতে হলে সবকিছু ঢেলে সাজানোর বিকল্প নেই। দেশের কাবাডির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। তৃণমূল কার্যক্রমে গতিশীলতা আনতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্ব কাবাডিতে টিকে থাকা কঠিন। বাংলাদেশের কাবাডিতে সম্ভাবনা আছে। প্রয়োজন সরকারি সহযোগিতা।’ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ২০০৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম যুব এশিয়ান গেমসে ৪ ডিসিপ্লিনে ১২ ক্রীড়াবিদ এবং ২০১৩ সালে চীনের নানজিংয়ে ৮ ডিসিপ্লিনে ১৯ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। দুই আসর থেকেই ফিরতে হয়েছে শূন্য হাতে। এবারের গেমসে ২৬ ডিসিপ্লিনের ১৩টিতে খেলছে বাংলাদেশ, কন্টিনজেন্টের আকার ৮১ জনের। বড় বহরের মধ্যে কাবাডি, কুস্তি ও গলফে পদকের আশা করা হচ্ছে; ভারোত্তোলনেও ভালো কিছু হতে পারে বলে আশা করা হচ্ছে।মেয়েদের...