রাজনৈতিক দলসমূহের কারো কারো উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য-বিবৃতি, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন কারণে এখনো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সাইফুল হক বলেন, গত কয়েকদিন ধরে প্রথমে ঢাকার মিরপুরে কেমিক্যাল গোডাউনে, তারপর চট্টগ্রামে ইপিজেডে এবং ৩ দিন আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়ার হাউজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিছক একটি দুর্ঘটনা বলে মনে হয় না। এসব ঘটনা পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা দরকার।তিনি এসব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সামনের দিনগুলোতে এই ধরনের...