দেশে প্রবাসীরা ১৭১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৮৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) হয়। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৭ কোটি ১০ লাখ ডলার বা ১১.১০ শতাংশ। এছাড়া চলতি বছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় ৯২৯ কোটি ৫০ হাজার ডলার হয়েছে। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৮০৮ কোটি ২০ লাখ ডলার। এতে দেখা যায়, গত এক বছরে প্রবাসী আয় বেড়েছে ১২১ কোটি ৩০ লাখ ডলার বা ১৫ শতাংশ। Your email address...