খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের ভবন এক বছর আগে তৈরি হয়ে হয়েছে। তবে এখনও সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার শিশুরা বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসাসেবা থেকে। সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শিশুস্বাস্থ্যসেবা বাড়ানোর লক্ষ্যে খুলনায় ২০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ১১৪ কোটি টাকায় হাসপাতালের পাঁচ তলা পর্যন্ত ভবন নির্মাণও শেষ হয়েছে ২০২৪ সালের জুনে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে ভবনটি আজও হস্তান্তর হয়নি। গণপূর্ত বিভাগ বলছে, তারা তিন দফা চিঠি পাঠালেও স্বাস্থ্য অধিদপ্তর সাড়া দেয়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল এলাকার প্রাচীর ও ফটক নির্মাণ না হওয়ায় এলাকা অরক্ষিত থাকছে। তাই ভবন গ্রহণ করা যাচ্ছে না। এদিকে হাসপাতালটি এখন অব্যবহৃত পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন, খুলনা ও আশপাশের...