বাংলাদেশের নির্বাচনী রাজনীতি দীর্ঘদিন ধরে আসনভিত্তিক ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (এফপিটিপি)’ পদ্ধতির অধীনে পরিচালিত হচ্ছে। এই পদ্ধতিতে যে প্রার্থী সর্বাধিক ভোট পান, তিনি আসনটি জেতেন। আর যে দল বা জোট বেশি (এক-তৃতীয়াংশ) আসন পায়, তারা সরকার গঠনের সুযোগ পায়। তবে, সম্প্রতি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে রাজপথে অবস্থান নিয়ে আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৩টি রাজনৈতিক দল। এই পদ্ধতিতে প্রতিটি দলের মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন করা হয়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক অনেক। তবে, তত্ত্বে যত সুন্দর, বাস্তবে এটি অনেক জটিল ও ঝুঁকিপূর্ণ। বিশ্বের শতাধিক দেশে এই পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবায়ন আরও চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ। সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ৪ হাজার ৭২১ জনের ওপর চালানো জরিপে...