দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি স্থাপনায় নেট মিটারিং পদ্ধতিতে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন করে ১৪৫৪ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আনার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার ঢাকার বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের উপস্থিতিতে স্বাস্থ্য সেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবরা চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ছয়টি মন্ত্রণালয়ের অধিভুক্ত ৪৬ হাজার ৮৫৪টি নিজস্ব সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসিয়ে ১৪৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান অনুষ্ঠানে বলেন, “ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুৎ গ্রিডে আনতে হবে। যেসব...