সিভিল এভিয়েশন একাডেমিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সাতদিনব্যাপী অনুষ্ঠিত ‘ট্রেন দ্যা ট্রেইনার’ কোর্স সফলভাবে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে বেবিচক এবং দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সসমূহের ১৯ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এর মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি, পাঠ্যক্রম নকশা, ক্লাসরুম ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ শেষে সকল ১৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হয়ে সনদ গ্রহণ করেন। কোর্সটির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও সার্টিফাইড ইন্সট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। এভিয়েশন খাতে দক্ষ ও যোগ্য প্রশিক্ষক গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এ কোর্সটি আয়োজন করা হয়। সাতদিনব্যাপী এই কোর্সটি ১২ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।...