বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জাপানে বৈশ্বিক ক্যারিয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান ও প্রস্তুতি বৃদ্ধি করা। সেমিনারে ড. তাদাশি ওতাকে, প্রখ্যাত আন্তর্জাতিক মানবসম্পদ পরামর্শক মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জাপানের কর্মসংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য পেশাগত উন্নয়নের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে বিদেশে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড...