এক সময় নাসার অ্যাপোলো মিশনে ব্যবহৃত লেন্স তৈরি করা জাইস এখন মনোযোগ দিচ্ছে ছোট্ট ক্যামেরায়, যা প্রতিদিন আমাদের জীবনের গল্পগুলো ধরে রাখে। জাইস ফটোনিক্স অ্যান্ড অপটিক্স বিভাগের প্রধান ইওয়াখিম কুস এ প্রসঙ্গে বলেন, ‘আমরা শুধু লেন্স বানাই না, আমরা বিশ^াস গড়ি’। তিনি জানান, ভিভো ও জাইসের সহযোগিতা কেবল নামে একটি সহযোগিতা নয়, এই যৌথ গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘অপটিক্যাল হার্ডওয়্যার থেকে শুরু করে ইমেজ প্রসেসিং অ্যালগরিদম, রঙ, বোকেহ বা লো-লাইট পারফরম্যান্স প্রতিটি খুঁটিনাটি আমরা একসাথে তৈরি করি।’ এই সফরে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ এখন অগ্রাধিকারের তালিকায়। কুস বলেন, ‘বাংলাদেশকে আমরা সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতি হিসেবে দেখি। এখানকার বেশিরভাগ ব্যবহারকারী মানুষ তরুণ ও সৃষ্টিশীল। তারা নিউইয়র্ক, লন্ডন বা সাংহাইয়ের মতো চমৎকার ইমেজিং অভিজ্ঞতা পাওয়ার অধিকার রাখে।’ ভিভো’র...