রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা পুলিশ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৬ জন, উত্তরা পশ্চিম থানা এলাকায় দুইজন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা এলাকায় চারজন, ক্যান্টনমেন্ট থানা এলাকায় তিনজন, ধানমন্ডি থানা এলাকায় ছয়জন, নিউমার্কেট থানা এলাকায় ছয় জন, শাহবাগ থানা এলাকায় তিনজন, মোহাম্মদপুর থানা এলাকায় আটজন, হাতিরঝিল থানা এলাকায় একজন, পল্টন থানা এলাকায়...