ক্যান্সারের ঝুঁকি বাড়ার আশঙ্কায় হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য জীবাণুনাশক পণ্যে ব্যবহৃত ইথানল নিষিদ্ধ করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইইউ। ফিনান্সিয়াল টাইমসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কেমিক্যালস এজেন্সির (ইসিএইচএ) একটি ওয়ার্কিং গ্রুপ গত ১০ অক্টোবর একটি অভ্যন্তরীণ সুপারিশ করেছে। তাতে ইথানলকে বিষাক্ত পদার্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ক্যান্সার ও গর্ভধারণ সংক্রান্ত জটিলতা বাড়ায়, তাই জীবাণুনাশকসহ অন্যান্য পণ্য থেকে এটি প্রতিস্থাপন করা প্রয়োজন। ইসিএইচএর বায়োসাইডাল প্রোডাক্টস কমিটি আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর বৈঠক করতে চলেছে। কমিটি যদি ইথানলকে ক্যান্সার বা প্রজনন অঙ্গের ক্ষতি করার জন্য সম্ভাব্য ক্ষতিকর...