ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বিশিষ্ট শিল্পী ও ভাস্কর প্রয়াত নভেরা আহমেদকে দেওয়া মরণোত্তর সম্মান ‘স্বাধীনতা পদক ২০২৫’ তার স্বামী গ্রেগরি ডি ব্রাউনসের হাতে তুলে দিয়েছেন। গত রবিবার (১৯ অক্টোবর) লা রোচে-গুয়নের ‘নভেরা আহমেদ জাদুঘরে’ আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা প্রয়াত নভেরা আহমেদের স্বামীর হাতে স্বর্ণপদক, সম্মাননা সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রয়াত নভেরা আহমেদকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদান করে। তার স্বামী ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করতে বাংলাদেশে যেতে না পারায় মন্ত্রিপরিষদ বিভাগ যথাযোগ্য মর্যাদায় তার কাছে এটি হস্তান্তরের জন্য দূতাবাসকে নির্দেশ দেয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তালহা বলেন, নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক শিল্প ও ভাস্কর্যের পথিকৃৎ। তার শিল্পকর্মগুলো মানুষের আবেগ, সামাজিক বাস্তবতা...