বল হাতে তিনি ভরসার নাম। তবে ব্যাট হাতেও যে বড় শট খেলার দক্ষতা আছে তার, সেটা আগেই জানা হয়ে গিয়েছিল। তবে রিশাদ হোসেন সেই দক্ষতার সবচেয়ে ভালো পসরা সাজালেন আজ। ১৪ বলে ৩৯ রানের তাণ্ডব চালালেন ওয়েস্ট ইন্ডিজের ওপর। আর তাতেই ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আগের ম্যাচেই তিনি ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করেছিলেন। ১৩ বলে ২৬ রানের এক ইনিংস খেলে দলকে ২০০ রানের মাইলফলক ছুঁইয়ে দিয়েছিলেন। তবে আজকের ব্যাটিং প্রথম ম্যাচের ওই ঝড়কেও যেন ছাড়িয়ে গেল। প্রথম ম্যাচের ওই ইনিংস যদি ‘ঝড়’ হয়, তাহলে আজকেরটা ‘সাইক্লোন’। তিনি যখন ক্রিজে আসেন, বাংলাদেশ তখন ধুঁকছে। ১৬৩ রানে নেই ৭ উইকেট। ওভার বাকি মোটে ৪টা। এমন পরিস্থিতি থেকে দলের ২০০ রানকেই মনে হচ্ছিল অনেক দূরের পথ। তবে রিশাদের এই ‘সাইক্লোনে’...