১৯৭০ সালের ফুটবল বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে ব্রাজিলকে শিরোপা এনে দেন এমারসন লিও। কোচ হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন এই কিংবদন্তি। এবার নেইমারকে নিয়ে সমালোচনায় মাতলেন এই সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক। চোট যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে দিনের পর দিন দল থেকে বাইরে তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নেইমারের সমালোচনা করেছেন এমারসন লেও। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে লিও বলেন, নেইমার কারও জন্যই উদাহরণ নয়। চোটের কারণে অনেক দিন হলো ছন্দে ফিরতে পারছেন না নেইমার। যার ভোগান্তিতে ভুগছে জাতীয় দলও। নেইমারকে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন এই সাবেক গোলরক্ষক। তিনি বলেন, সে তার ক্যারিয়ার শুরু করেছিল এক অসাধারণ প্রতিভা হিসেবে। আমি মনে করি, একবার সান্তোসের বিপক্ষে খেলতে গিয়ে আমি ওর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন বলেছিলাম, ‘শোনো ছেলে, আমাদের তোমাকে...