শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৫ রান। বোলিং করতে এসেছিলেন সাইফ হাসান। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি ক্যারিবিয়ানরা। সাইফ হাসানের দুর্দান্ত বোলিংয়ে মোটে ৪ রান নিতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ওভারে বল করতে আসেন সাইফ হাসান। স্ট্রাইকে ছিলেন আকিল হোসেন। প্রথম দুই বল ব্যাটেই লাগাতে পারেননি তিনি। তৃতীয় বল থেকে সিঙ্গেল নিতে পারেন। চতুর্থ ওভারে স্ট্রাইক পান শাই হোপ। তবে তিনি ক্যারিবিয়ানদের হোপ হয়ে ওঠতে পারেন পারেননি। সাইফের চতুর্থ বল থেকে নিতে পারেন একরান। পরে বলে বোল্ড হয়ে ফেরেন আকিল। শেষ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন পিয়েরে। তবে সেটি গ্লাভসবন্দি করতে পারেননি সোহান। দুই রান নিয়ে স্কোর টাই করে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সময় যত গড়ায় উইকেট ততটাই স্পিনারদের জন্য সহায়ক হয়ে ওঠে। আজও তার...