২১ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন কেশভ মহারাজ। তার দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ১৭ রানে শেষ ৫ উইকেট হারাল পাকিস্তান। পরে ত্রিস্তান স্টাবস ও টনি ডি জর্জির ফিফটিতে লড়াই চালিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৮৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৮ রানে পিছিয়ে প্রোটিয়ারা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০২ রানে ৭ উইকেট নেন মহারাজ। ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। সৌদ শাকিল ৪২ ও সালমান আঘা ১০ রানে শুরু করেন। দলীয় ৩১৬ রানে পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন ঘটান মহারাজ। এরপর পাকিস্তানের বাকী ৪ উইকেটও শিকার করেন তিনি। ১৭...