চলতি মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের তৃতীয় কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বার্নলি ও এভারটনের সাবেক কোচ শন ডাইসকে। সাবেক কোচকে বরখাস্ত করার তিন দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। নটিংহ্যাম ফরেস্টের কোচের দায়িত্বে ছিলেন এনজ পোস্টেকোগ্লু। দায়িত্ব পাওয়ার মাত্র ৩৯ দিন পরই তাঁকে কোচের পদ থেকে বরখাস্ত করে ক্লাবটি। প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজিত হয় নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচ শেষে মাত্র ১৭ মিনিটের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পোস্টেকোগ্লুকে। এরপরই ৫৪ বছর বয়সী ইংলিশ কোচ শন ডাইসের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করে নটিংহ্যাম ফরেস্ট। পোস্টেকোগ্লুর অধীনে আট ম্যাচের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি নটিংহ্যাম ফরেস্ট। এই সময়ে দলটি দুই ম্যাচে ড্র এবং ছয় ম্যাচে পরাজিত হয়েছে। পোস্টেকোগ্লুর আগে ক্লাবটির দায়িত্বে ছিলেন...