রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্পর্কের টানাপোড়েন। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, গোলাম পরওয়ার ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য দিয়েছেন, যা তারা ‘অসদাচরণ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানিয়েছেন, গোলাম পরওয়ার ‘বাই দা বাই’ কিছু কথা বলেছেন, তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াতে ইসলামী ও তৎকালীন সমন্বয়কদের মধ্যে সুসম্পর্ক ছিল। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই সম্পর্ক রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি করেছিল। এমনকি সেই সময়ের কিছু সমন্বয়ক পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের...