মুক্তিপণ দিতে না পারায় খুন হয়েছেন সেনেগালের ১৮ বছর বয়সী তরুণ গোলরক্ষক শেখ তোরে। তোরের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘এস্প্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে গোলরক্ষকের প্রশিক্ষণ নেওয়া তোরে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলেন। তাকে ফাঁদে ফেলে অপহরণ করে প্রতারক চক্রটি। বিদেশি ক্লাবের ট্রায়াল দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী দেশ ঘানায় নিয়ে যাওয়া হয় ১৮ বছর বয়সী এই তরুণ গোলরক্ষক কে। এরপর তাকে জিম্মি করে পরিবারের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। তোরের পরিবার নির্ধারিত সময়ের মধ্যে মোটা অঙ্কের মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় এই তরুণ ফুটবলারকে ঘানাতে নির্মমভাবে হত্যা করে প্রতারক চক্রটি। তোরের অপহরণ ও হত্যা নিয়ে সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে তোরের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে...