বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি। ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২১ অক্টোবর) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। তিনি জানান, ৮ দফা দাবিতে ২৪ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক দলসমূহের কারও কারও উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য, বিবৃতি, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ রয়েছে।’ তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকার মিরপুরে কেমিক্যাল গোডাউন, চট্টগ্রামে ইপিজেডে এবং ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যার হাউজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা নিছক...