২১ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম বিগত ৪ আগষ্ট বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় আটাব কার্যকরি কমিটি বাতিল করে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রলায়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশটি ইমেইলের মাধ্যমে আটাবে পৌছায় গত ৪ আগষ্ট দুপুর ১টায়। একই দিন দুপুর ১টা ৪০ মিনিটে অর্থাৎ ৪১ মিনিট পর ফ্যাসিস্ট পতিত হাসিনার দোসর আটাব কমিটি ট্রাস্ট ব্যাংকের কাকরাইল শাখার একাউন্ট থেকে ২৫ লাখ টাকা নগদ উত্তোলন করে অফিস তালাবদ্ধ করে চলে যায়। ব্যাংক হিসাব বিবরণীতে দেখা যায়, হায়াত নামের আটাবের একজন স্টাফ এ টাকা আটাবের বাংক একাউন্ট থেকে নগদ উত্তোলন করে। এছাড়াও এর আগের মাসে আটাব ব্যাংক হিসাব বিবরণীতে বেশ কয়েকটি ৫ লাখ ও ১০ লাখ টাকার অস্বাভাবিক নগদ...