টাকার ইতিহাস থেকে শুরু করে ক্যাশ টাকা ও ডিজিটাল টাকার ব্যবহার, সুবিধা-অসুবিধা ও গুরুত্ব নিয়ে তৈরি করা হয়েছে ‘টাকা, লেনদেন ও আয়-ব্যয় এর হাতেখড়ি’ মডিউলটি। ‘নিজের জন্য একটুখানি পার্সোনাল ফিন্যান্স’ মডিউলে শেখানো হয় ব্যক্তিগত অর্থায়ন অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খরচের পরিকল্পনা, সঞ্চয়, লোন ও বিনিয়োগ করা বিষয়ে। প্রযুক্তির কল্যাণে এখন ডিজিটাল পদ্ধতিতে সহজে, নিরাপদে ও তাৎক্ষণিক টাকা লেনদেন করা যায়। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা ও এর মাধ্যমে খুব সহজেই প্রতিদিনকার লেনদেন সম্পন্ন করার বিষয়গুলো শেখানো হবে ‘ডিজিটাল জগতে আর্থিক লেনদেন’ মডিউলে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থায় অংশ নিতে সাহায্য করবে ‘সুনাগরিকদের জন্য অ্যাডভান্সড ফিন্যান্সিয়াল লিটারেসি’ মডিউলটি। এখানে ট্যাক্স, ইমার্জেন্সি ফান্ড, মুদ্রাস্ফীতি, বিমা, শেয়ার বাজার বা বন্ডের মতো উচ্চতর বিনিয়োগের গভীর দিক এবং দেশের আর্থিক নীতি কীভাবে অর্থনীতিকে...