খুলনা:দক্ষিনাঞ্চলের উপকূলীয় দুই উপজেলা কয়রা-পাইকগাছার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। এই দুই উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার নিয়ে এই আসনে গণসংযোগ করেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন বলেন, কয়রা ও পাইকগাছার মানুষের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা চায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত সমাজ। আমি সেই পরিবর্তনের পথে মানুষের পাশে থাকতে চাই, তাদের স্বপ্নের কয়রা গড়তে কাজ করব। সিনিয়র এই সাংবাদিক আরও বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই। প্রাকৃতিক দুর্যোগ, বেকারত্ব, চিকিৎসার অপ্রতুলতার পাশাপাশি এখানে রয়েছে মাদক , সন্ত্রাসের অপতৎপরতা। ভালো কাজের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব। সেই লক্ষ্যে ১২...