বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনতে শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৭ রান। হাতে ছিল ২ উইকেট। তবে শাই হোপ ক্রিজে ছিলেন বলেই আশা ছিল উইন্ডিজের। তাকে যোগ্য সঙ্গ দেন আকিল হোসেন। মোস্তাফিজুর রহমান করেন উইন্ডিজ ইনিংসের ৪৯তম ওভারটি। তিনি দেন ৯ রান দিলে খেলা গড়ায় শেষ ওভারে। ৬ বলে দরকার ৫ রান। তবে ফিজ বাদে নিয়মিত বোলারের বাকিদের ১০ ওভারের কোটা শেষ হওয়ায় শেষ ওভারটি করতে আসেন পার্ট-টাইমার সাইফ হাসান। তিনি আগে ১ ওভারে দেন ৫ রান। শেষ ওভার করতে এসে প্রথম দুই বল ডট দেন। তৃতীয় ও চতুর্থ বলে হয় এক রান করে। পঞ্ম বলে আকিল...