ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে মিরপুরের স্পিন স্বর্গে রান তুলতে বেশ কষ্ট হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা যেখান রান তুলতে হিমশিম খাচ্ছেন; সেখানে রীতিমতো তাণ্ডব চালালেন স্পিনার রিশাদ হোসেন। ৯ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বলে তিন চার আর তিনটি ছক্কার সাহায্যে ২৭৮ স্ট্রাইকরেটে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে রেকর্ড। দেশের হয়ে অন্তত ১০ বল খেলা ইনিংসে রিশাদই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এত দিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছিলেন মাশরাফি। আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪ রান। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে...