২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম মিরপুরের মাঠে যে স্পিনেরই আধিপত্য চলবে সেটা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই।তবে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের স্পিন নির্ভরতা যেন অনুমানকেও ছাড়িয়ে গেছে।প্রথম ওয়ানডেতে থেকে শিক্ষা নিয়ে বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে চার জন মূল স্পিনার নিয়ে খেলেছিল ক্যারিবিয়ানরা।সঙ্গে ছিল একজন পার্টটাইমার। ওপেনার আথানজে। তিনি নিয়ন্ত্রিত বোলিং শুরু করতেই যেন পাঁচ স্পিনার দিয়ে ইনিংস শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্যারিবীয় অধিনায়ক। আথানজে ১০ ওভারের ৫০ বলই ডট দেন, মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৫০ ওভারই স্পিনার নিয়ে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এতেই ৫৪ বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দেখা গেল অনন্য রেকর্ড। প্রথমবার ইনিংসের ৫০ ওভারই স্পিনার দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কা ১৯৯৬,...