ঢাকার রাস্তায় সকালে যখন সূর্য উঠে তখন থেকেই দেখা যায় ধুলো ও যানবাহনের হর্নের আওয়াজ। শুধু ঢাকা নয় শহরের প্রতিটি রাস্তায় একই সমস্যা। যানবাহনের ধোঁয়ার মিশ্রণে শহর যেন একটি ধোঁয়াশা আচ্ছাদিত। আর এই ধোঁয়ায় থাকা বিষাক্ত গ্যাস ও ক্ষুদ্র কণিকা একদিকে যেমন বাতাসে মিশে বায়ুর মান কমিয়ে দিচ্ছে ও গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে তেমনিভাবে এই ধোঁয়া মাটির সঙ্গে মিশে মাটি দূষণ ঘটাচ্ছে। আর এই দূষণ সৃষ্টির উৎসগুলোই আমাদের দৈনন্দিন সমস্যা যেমন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া, অনিয়মিত বৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করা, বন্যা, খরাসহ নানান ধরনের প্রাকৃতিক সমস্যার সৃষ্টি করছে। মাটি দূষণের ফলে মাটির উর্বরতা কমে যাওয়া, কৃষি জমিতে রাসায়নিক ভারসাম্য ভেঙে ফসল উৎপাদন ব্যাহত করছে। যে কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। অস্বাভাবিক তাপের কারণে হিটস্ট্রোক, ধুলাবালির জন্য শ্বাসপ্রশ্বাসজনিত...