প্রায় এক মাস ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের তুলনায় ওনার অবস্থা উন্নতির দিকে। তুলনামূলকভাবে বেশ উন্নতি হয়েছে। “লাইফ সাপোর্ট যেটা ছিল, তা খুলে নেওয়া হয়েছে, এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।” ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তার পরিবারের এক সদস্য এর আগে বলেন, কয়েক বছর ধরেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাঁ হাত ও পা অবশ হয়ে পড়ায় তিনি চলাফেরা অক্ষম হয়ে পড়েন। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার...