রেকর্ডময় এক ম্যাচই বলতে হবে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, এরপর তাদের সঙ্গে মিলে বিশ্বরেকর্ডে ভাগ বসাল বাংলাদেশও। এক ম্যাচে সবচেয়ে বেশি স্পিনার ব্যবহারের রেকর্ডটা একান্তই নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারের সবকটাই ক্যারিবীয়রা শেষ করেছে স্পিনার দিয়ে। এই রেকর্ডে ভাগ বসানোর সাধ্য নেই আর কারও। তবে এই রেকর্ডের লেজ ধরে আরেকটা রেকর্ডে ভাগ বসানোর সুযোগ বাংলাদেশের সামনেই ছিল। এক ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি স্পিনার ব্যবহারের রেকর্ড। সেই রেকর্ডে ভাগ বসিয়েছে বাংলাদেশ। এই রেকর্ডটা এর আগে ছিল আফগানিস্তান আর আয়ারল্যান্ডের দখলে। ২০১৮ সালে দেরাদুনে দুই দল মিলিয়ে ৭৮ ওভার করেছিলেন স্পিনাররা। সে রেকর্ডটা আজ দুইয়ে ঠেলে দিল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের ৫০ এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের ২৯। তাতেই হলো কাণ্ডটা। তবে ওয়েস্ট ইন্ডিজের...