প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের দোসরদের সরানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, “প্রথমেই যা প্রয়োজন, প্রশাসন যে নিরপেক্ষ, এই ধারণা জনগণকে দিতে হবে। সচিবালয়ে চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষদের দায়িত্ব দিতে বলেছি। জেলা প্রশাসনেও একই ব্যবস্থা নিতে হবে। কিছু কথা বলেছি, যারা এখনও পুরনো সরকারের স্বার্থ দেখছে প্রশাসন...