রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দিনের একদম শেষ মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে খানিকটা এগিয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৮৫, এখনও তারা পাকিস্তানের থেকে পিছিয়ে আছে ১৪৮ রানে। দলের ভরসা এখনো টিকে থাকা ব্যাটার ট্রিস্টান স্টাবসের উপর। যিনি ধৈর্য ধরে গড়েছেন অপরাজিত অর্ধশত রানের ইনিংস। দিনের শুরুটা ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। আগের দিন অপরাজিত থাকা সৌদ শাকিল নিজের অর্ধশতক সম্পূর্ণ করেন। অন্য প্রান্তে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন সালমান আগা। দু’জনের সাবধানী ব্যাটিংয়ে দল পার হয়ে যায় তিনশ রানের গণ্ডি। ম্যাচ তখন পুরোপুরি পাকিস্তানের দখলেই মনে হচ্ছিল। কিন্তু এরপর বদলে যায় চিত্রটা।আরো পড়ুন:ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড, প্রথমবার ৫০ ওভার করলেন স্পিনাররা৪০ ওভারে দেড়শ রান পেরুল ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে...