এশিয়া কাপ শেষ হয়েছে একমাস হলো। অথচ এখনও ট্রফি বুঝে পায়নি চ্যাম্পিয়ন দল ভারত। ট্রফি না পেয়ে ফাইনালের দিন থেকেই আকুতি মিনতি করে রছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি জানিয়েছেন; নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ ২০২৫ ট্রফি ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে। এসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআিই) এই বিষয়ে অবহিত করেছে। ১০ নভেম্বর ট্রফি প্রদান অনুষ্ঠানের তারিখ প্রস্তাব করেছেন। এর আগে বিসিসিআই মহসিন নকভির কাছে চিঠি পাঠিয়ে ট্রফি ফেরত চায়। তার জবাবে নভেম্বরে অনুষ্ঠান করে ট্রফি ফেরত দেওয়ার আশ্বাস দেন। মহসিন নকভি জানিয়েছেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতীয় বোর্ডকে ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।’ প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের...