ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। আজ মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন রাফি। জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হয়েছে মোট ৭টি রেকর্ড। দ্বিতীয় দিনে রাফির প্রথম রেকর্ডটি আসে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। তিনি গত বছর নিজের করা রেকর্ডটি ভেঙে এবার সময় নিয়েছেন ২ মিনিট ৮.৯২ সেকেন্ড (আগেরটি ২ মিনিট ৯.৯৯ সেকেন্ড) ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রাফি ২৫.১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন, যা ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে। তার তৃতীয় রেকর্ডটি ছিল ১০০ মিটার ফ্রিস্টাইলে। তিনি ৫২.৪২ সেকেন্ড সময় নিয়ে ১২ বছর আগে করা মাহফিজুর রহমানের রেকর্ড (৫২.৮৮...