ইংল্যান্ড সফরে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন রিশাভ পান্ত। তিন মাস পর পেশাদার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার-দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তিনি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন গুরুতর চোট পান পান্ত। ক্রিস ওকসের ফুল লেংথ বল রিভার্স সুইপ খেলার চেষ্টায় পায়ে আঘাত পান তিনি। তখনই তার চোখেমুখে ফুটে ওঠে প্রবল যন্ত্রণার ছাপ। কেডস খোলার পর দেখা যায় জায়গাটা ফুলে উঠেছে বাজেভাবে, আছে রক্তের ছোপও। হাঁটতে না পারায় মাঠ ছাড়েন গল্ফ কার্টে করে। পরে স্ক্যান করানো হলে তার পায়ে চিড় ধরা পড়া। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলতে পারেননি পান্ত। তবে তার মাঠে ফেরার অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবার। দুই ধাপের পুনর্বাসন শেষ করার পর পান্তকে খেলায় ফেরার...