মুক্তিপণ দিতে না পারায় প্রাণ হারাতে হলো মাত্র ১৮ বছর বয়সী সেনেগালের প্রতিশ্রুতিশীল গোলরক্ষক শেখ তোরেকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রাজধানী ডাকারের ‘এস্প্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া এই তরুণ গোলরক্ষককে এক প্রতারক চক্র কৌশলে অপহরণ করে। বিদেশি ক্লাবে ট্রায়ালের সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পার্শ্ববর্তী দেশ ঘানায় নিয়ে যাওয়া হয়। এরপর অপহরণকারীরা তোরের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিতে পারায় নির্মমভাবে হত্যা করা হয় এই তরুণ ফুটবলারকে। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, তোরের...