উইমেন’স বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সোবহানা মোস্তারি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচে ফিফটি করায় শারমিন আক্তার ও নিগার সুলতানারও অগ্রগতি হয়েছে। নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের তালিকায় এখন ৫৭তম স্থানে আছেন সোবহানা। দুই ধাপ করে এগিয়েছেন শারমিন ও নিগার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে শারমিন, তার অবস্থান ২৯তম। বাংলাদেশ অধিনায়ক নিগার আছেন ৩৪ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ৯ চারে ৮০ বলের ইনিংসটি সাজান এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কা ম্যাচে অবশ্য দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি, করতে পারেন কেবল ৮ রান। লঙ্কানদের বিপক্ষে সোমবার দলকে জয়ের স্বপ্ন দেখানো নিগার খেলেন ৬ চারে ৭৭...