মিরপুরে সময় যত গড়ায় উইকেট ততটাই স্পিনারদের জন্য সহায়ক হয়ে ওঠে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০ ওভার পর্যন্ত অনেকটাই ক্যারিবয়ানদের দখলে ছিল ম্যাচ। তবে মাত্র দুই ওভারের ব্যবধানে স্পিন ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলে বাংলাদেশ। আকিম আগুস্তকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টি। তৃতীয় উইকেট জুটিতে ৩০ রান তুলে ফেলেছিলেন তারা। ২১তম ওভারে বোলিংয়ে সেই জুটি ভেঙ্গে দিয়ে বাংলাদেশের অপেক্ষা শেষ করেন রিশাদ। কার্টিকে ফেরান এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। ৫৯ বলে ৩৫ রান করে ফেরেন তিনি। পরের ওভারে উইকেটে থিতু হওয়া আরেক ব্যাটার আগুস্তকে ফেরান তানভীর ইসলাম। রিশাদের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ১৭ রান করেন তিনি। ম্যাচের অর্ধেক শেষে (২৫ ওভারে) এখনও একশ রান ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এর আগেই ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ...