আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস।ঘরোয়া ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন এই ক্লাব খেলবে কুয়েতে। সেই লক্ষ্যে আজ বিকেল পৌনে ৪টায় দেশ ছেড়েছে কিংস। এএফসি মিশনের আগে ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান জানিয়েছেন, দলের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক আল কুয়েত ছাড়াও গ্রুপে রয়েছে ওমানের ক্লাব আল সীব এবং লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব আল আনসার এফসি। এবারের মিশনের জন্য নতুন তিন বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে কিংস; ফর্টিস এফসির গাম্বিয়ান দুই ফুটবলার পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোর। ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান মনে করেন, এবার একটি ভারসাম্যপূর্ণ দল গঠিত হয়েছে। তিনি বলেন, “আমরা এবার স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটি...