জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, পরওয়ার ‘ঔদ্ধত্যমূলক’ বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা ‘অসদাচরণ’ হিসেবেও আখ্যায়িত করেছেন। সম্প্রতি সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে পরওয়ার এনসিপির নাম না নিয়েই বলেন, ‘একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না।’ তবে পরওয়ার যেহেতু ‘ছাত্রদের দল’ উল্লেখ করেছেন, তাই তিনি যে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকেই নিশানা বানিয়েছে, তা বুঝতে বাকি ছিল না কারও। পরওয়ারের বক্তব্যের মধ্য দিয়ে জামায়াত এবং এনসিপির মধ্যকার টানাপড়েন প্রকাশ্যে এসেছে। জামায়াত...