স্পিন সহায়ক উইকেটে জ্বলে উঠলেন কেশাভ মহারাজ। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের বাকিটা একাই গুঁড়িয়ে দিলেন বাঁহাতি স্পিনার। পাকিস্তানকে সাড়ে তিনশর আগে থামিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে এরপর, ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জির ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। রাওয়ালপিন্ডি টেস্টে মঙ্গলবার পাকিস্তানের প্রথম ইনিংস ৩৩৩ রানে গুটিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। পিছিয়ে আছে ১৪৮ রানে। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৬টি চারে ১৮৪ বলে ৬৮ রান করে অপরাজিত আছেন স্টাবস। ক্রিজে তার সঙ্গী কাইল ভেরেইনা খেলছেন ১০ রানে। ২ ছক্কা ও ১ চারে ৫৫ রান করেছেন ডি জর্জি। সাউদ শাকিল ও সালমান আলি আগার ব্যাটে দিনের শুরুটা ভালোই করে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান।...