জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ জানিয়েছেন, জুলাইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত ও অনুষ্ঠানদিনের সকাল পর্যন্ত জামায়াতে ইসলামী জানিয়ে এসেছিল যে, তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে স্বাক্ষর করবে না। তাদের দাবি ছিল, “পিআর ছাড়া” কোনো স্বাক্ষর দেওয়া হবে না। হান্নান মাসউদ বলেন, “এ ধরনের বক্তব্য অতীতে এরশাদকেও দিতে দেখা গেছে।” ২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে যাবো না, আবার রাতে বলতেন, নির্বাচনে যাব। জামায়াতের বর্তমান অবস্থানও একই রকম। কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হান্নান মাসউদ উল্লেখ করেন, নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি। তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না। একমাত্র মিল ছিল আইনি...