নতুন বাংলাদেশ গড়তে আজকের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যখন কোন সময় দেশের যুব সমাজ একত্রিত হয় তখন কোনো বাধাই তাদের থামাতে পারেনা। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলার যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। আমাদের যুব সমাজরা শুধু নিজস্ব উদ্যোগেই সীমাবদ্ধ নয়, তারা টেকসই, রিসাইক্লিন, কৃষি ও ডিজিটাল সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। অনুদান প্রাপ্ত যুব সংগঠকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রাপ্ত অনুদানের অর্থ কাজে লাগানোর মাধ্যমে এ দেশের সামাজিক উন্নয়নে যুব সমাজ ব্যাপক ভূমিকা রাখবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এসময় আরও...