২১ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মাধ্যমে নতুনভাবে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী না হয়ে ওঠে— সে লক্ষ্যে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, বিচারব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গকে পুনর্গঠন করা হয়েছে। সরকার ছয়টি কমিশন করে বহু সংস্কার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে আমরা সব রাজনৈতিক দল একত্রে আলাপ-আলোচনার মাধ্যমে মোট ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার হিসেবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, কীভাবে আরও...