২১ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্ব অপ্রতিরোদ্ধ। কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিলডোরা ইউনিয়নের মোজাকান্দা গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে ৬ নং ও বিকেলে আতুয়াজঙ্গল গ্রামে জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান শুধু বাংলাদেশের অবিসংবাদিত নেতাই হবেন না, উপমহাদেশ শহীদ জিয়ার মতোই খুঁজে পাবে নতুন বিচক্ষণ নেতৃত্ব। যে কারণে দেশী-বিদেশী চক্র শুধু তারেক রহমানের নেতৃত্ব ঠেকাতেই নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে আধিপত্যবাদের আশীর্বাদপুষ্ট ফ্যসিবাদের অবসান ঘটেছে নতুন করে...