ইসলামে পবিত্রতা ঈমানের অংশ। সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত এবং নারীদের হায়েজ বা নেফাসের পর গোসল করা ফরজ। শরীর অপবিত্র হয়ে গেলে যত দ্রুত সম্ভব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা জরুরি। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, “আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।” (সুরা তাওবা : ১০৮) তবে অনেকেই ফরজ গোসলের সময় কিছু ভুল করেন, যার ফলে নামাজসহ অন্যান্য আমল গ্রহণযোগ্য হয় না। নিচে সহজ ভাষায় ফরজ গোসলের সঠিক পদ্ধতি ও শিষ্টাচার তুলে ধরা হলো— ১️⃣ গোসলের আগে প্রস্তুতি:প্রথমে প্রস্রাব-পায়খানা সেরে ফেলুন, যাতে বীর্য বা অপবিত্র বস্তু সম্পূর্ণভাবে বের হয়ে আসে। ২️⃣ হাত ধোয়া ও নাপাক জায়গা পরিষ্কার:‘বিসমিল্লাহ’ বলে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুয়ে নিন। এরপর ডান হাতে পানি নিয়ে বাঁ হাত দিয়ে শরীরের নাপাক অংশগুলো ভালোভাবে পরিষ্কার করুন। তারপর বাঁ হাত ধুয়ে ফেলুন।...